অবতক খবর ,সম্পা ভট্টাচার্য : জলপাইগুড়ি:- ডুয়ার্স এবং প্রতিবেশী রাস্ট্র ভুটানের সঙ্গে শিলিগুড়ির সংযোগরক্ষাকারী জাতীয় সড়কের মাঝে করোবেশন ব্রীজের পরিস্থিতি খুবই খারাপ।ব্রীজটির পরিস্থিতি এতটই খারাপ , যে কোন সময় এটি ভেঙে পড়তে পারে।এছাড়া এই বিপদসঙ্কুল পাহাড়ি পথে প্রায়ই ঘটে যাওয়া নানা দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানী ঘটে চলেছে।মানুষের এই মৃত্যুমিছিল ঠেকাতে দ্বিতীয় সেভক ব্রীজের দাবীতে আন্দোলনে নেমেছে ‘ডুয়ার্স ফোরাম ফর স্যোশাল রিফর্মস ‘।
বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে মাল সুভাষ মোড়ে বিক্ষোভ সমাবেশ করা হল। সেইসঙ্গে বিভিন্ন যানবাহনে দাবিপত্রের স্টিকার লাগানো হল।সংগঠনের পক্ষে মীনাক্ষি ঘোষ বলেন,বহুদিন আগেই এই ব্রীজটির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে।আমরা চাই অবিলম্বে দ্বিতীয় সেভক ব্রীজ তৈরী করা হোক।এতে শিলিগুড়ির সঙ্গে যোগাযোগ ব্যাবস্থা যেমন সহজ হবে, তেমনি মানুষের জীবনহানীর সম্ভাবনা আনেকটাই কমে যাবে। এদিনের বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন চন্দন রায়,সুপ্রতিম সরকার,মৃগাঙ্ক ভট্টাচার্য সহ অন্যান্যরা।