অবতক খবর,১৮ সেপ্টেম্বর: মঙ্গলবার দফায় দফায় জিবি বৈঠক করেন জুনিয়র ডাক্তাররা। মঙ্গলবার বিকেলে প্রতিশ্রুতি অনুযায়ী কলকাতা পুলিশে একাধিক রদবদল করা হয়। দুই স্বাস্থ্য কর্তাকে অপসারণের সিদ্ধান্ত কার্যকর করেন মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টের শুনানির দিকেও তাকিয়ে ছিলেন জুনিয়র ডাক্তাররা।
এরপরেই আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা নিজেদের মধ্যে আলোচনা করেন। শেষমেশ কর্মবিরতি নিয়ে কী সিদ্ধান্ত নিলেন জুনিয়র ডাক্তাররা?কর্মবিরতি এখনই তুলে নিচ্ছেন না জুনিয়র ডাক্তাররা। স্বাস্থ্য ভবনের কাছে অবস্থান বিক্ষোভও চালিয়ে যাবেন তাঁরা। মঙ্গলবার দীর্ঘ বৈঠকের পর এমনটাই জানালেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা।বৈঠকের পর জুনিয়র ডাক্তাররা জানান, তাঁদের যে পাঁচ দফা দাবিগুলো ছিল, তার মধ্যে অন্যতম ছিল রাজ্যের মেডিক্যাল কলেজগুলোতে ‘ভয়ের পরিবেশ’ দূর করে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা।
তাঁদের দাবি, এই বিষয়টি নিয়ে সরকারের তরফে সদর্থক পদক্ষেপ করা হয়নি। মূলত, হাসপাতালগুলিতে নিরাপত্তা, ছাত্র সংসদ নির্বাচন ও থ্রেট কালচার নিয়ে আলোচনা করার জন্য ফের রাজ্যের মুখ্যসচিবকে ই-মেল পাঠাবেন তাঁরা। রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আরও একবার বৈঠকে বসতে চান তাঁরা।