অবতক খবর , সংবাদদাতা, মলয় দে কলকাতা:- ভালোবাসার দিনে সম্প্রীতির বার্তা। আলোয় ফেরার উদ্যোগে শুভ পরিণয় সুসম্পন্ন হল ১৭০জনের।এদিকে যখন CAA ও NRC নিয়ে উত্তাল সারা দেশ ঠিক তখনই সম্প্রীতির নজির গড়লেন কলকাতার ৪নং ওয়ার্ডের পৌরপিতা যথা আলোয় ফেরার সম্পাদক গৌতম হালদার।সকাল থেকেই ধামসা মাদলের তালে তালে নৃত্যরত ছিল আগত সাঁওতাল সম্প্রদায়ের মানুষরা। হিন্দু,শিখ, খ্রিস্টান, মুসলমান, সাঁওতাল ধর্মের নারী ও পুরুষ শুভ পরিণয়ে আবদ্ধ হল।
সানাইয়ের সুরে,পুরোহিতের মন্ত্রচারণ, মৌলবীর নিকাহ ও ফাদার এর আশীর্বাদের মধ্য দিয়ে চার হাত এক হল।কলকাতার ৪নং ওয়ার্ডের ইন্দিরা মাতৃসদন ময়দানে গণবিবাহ উপলক্ষ্যে ছিল রাজকীয় আয়োজন। সংস্থার পক্ষ থেকে নবদম্পতির জন্য ছিল খাট, আলমারী, বিছানাপত্র, বাসনপত্র, মশারী,ছাতা,জুতো,পোশাক-পরিচ্ছদ, সাইকেল, সেলাই মেশিন,সোনার অলংকার সহ একাধিক সামগ্রী।
বর ও কণেকে আশীর্বাদ করতে হাজির ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি পৌরপিতার এহেন উদ্যোগকে সাধুবাদ জানান। এই সামাজিক অনুষ্ঠান এবছর নবম বর্ষে পদার্পণ করলো। সবশেষে ছিল ভুঁড়িভোজের আয়োজন।