অবতক খবর,২৬ সেপ্টেম্বরঃ কলকাতা পুরসভার উদ্যোগে ধাপায় চালু হল বায়ো সিএনজির। সেখান কার জঞ্জাল থেকে 3 ধরণের জঞ্জাল সংগ্রহ করে, সেগুলির থেকে উৎপাদন হবে নানা রকম দরকারি জিনিস। যেমন এক ধরণের বর্জ্য থেকে যেমন সার তৈরী হবে, আবার তা দিয়েই সি য়েন জি এ (c n g a) গ্যাস তৈরি হবে।

তেমনি দ্বিতীয় আরেক ধরণের বর্জ্য হয় প্লাস্টিক, যা দিয়ে বাড়ির বাথরুমের দরজা তৈরী হবে। তৃতীয় আর এক ধরণের বর্জ্য যা হলো রাবিশ। বিল্ডিং বা বাড়ি সারানোর পরে যে রাবিশ পরে তা দিয়ে বালি তৈরী করা হবে। যা রাস্তা ফুটপাত সারানোর কাজে লাগানো হবে। তেমনি ফুটপাতের জন্যে পেপার ব্লক তৈরী করা হবে।