অবতক খবর,১৯ মার্চ,নদিয়া: কল্যাণী বিশ্ববিদ্যালয় লেডিস হোস্টেলে পাঁচিল তোলাকে কেন্দ্র করে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেই কারনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন হয়। যদিও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় ছিল লেডিস হোস্টেলের বেশ কিছু অংশ , আর সেই কারণে বিশ্ববিদ্যালয় তার নিজস্ব জায়গায় ক্যাম্পাসে থাকা যে সমস্ত ছাত্রীরা রয়েছে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

যাতে বিশ্ববিদ্যালয় মহিলা হোস্টেলে কোনরকম ভাবে নিরাপত্তার দিক থেকে খামতি না থাকে। বর্তমানে এই পাঁচিলকে কেন্দ্র করেই ইতিমধ্যে স্থানীয় রেললাইন সংলগ্ন, অস্থায়ীভাবে বসবাসকারী বাসিন্দাদের দাবি যে, স্থানীয় পৌরসভা কাউন্সিলর, এবং প্রশাসনের একাংশ উচ্চপদস্থ আধিকারিকদের বারবার বলা হয়েছে এবং বিশ্বাস করে বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদেরও বলা হয়েছে তারা এই সময়ে তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে রেল লাইনের পাশের অস্থায়ী যে সমস্ত সাধারণ মানুষ বসবাস করছে তাদের দাবি ছিল মহিলা হোস্টেলে পাচিল হচ্ছে ভালো কথা কিন্তু নিরাপত্তা ক্ষেত্রে তাদের যে অস্থায়ী ঘর আছে সেখান থেকে বেশ কিছুটা জায়গা ছেড়ে যদি এই পাঁচিলটা দেওয়া হয় তাতে সবার ভালো হতো।

সাধারণ মানুষের দাবী প্রশাসন শুধু কথা দিয়ে কথা দিয়ে কথা পালন করে না, যারা আজকে এক সময় আমাদের কথা দিয়েছিল যে সাধারণ মানুষের কথা মেনেই এই পাঁচিল হবে , তারাই এখন উস্কানি দিয়ে পিছন থেকে হাত আর আমাদের পিছনে জোর করে পুলিশ দিয়ে ভয় দেখাচ্ছে।
যদিও বিশাল পুলিশের নিরাপত্তার মধ্য দিয়ে অবশেষে মহিলা হোস্টেলের পাচিল দেওয়া শুরু হয়েছে ।