নিজস্ব সংবাদদাতা :: অবতক খবর :: ১৫ই অক্টোবর :: নদীয়া :: আজ এনআরসি-এর বিরুদ্ধে নদীয়া জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ও লড়াকু নেতা সৌরিক মুখার্জীর নেতৃত্বে কল্যাণী মহাবিদ্যালয় ও কল্যাণী আইটিআই কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা একটি মহা মিছিল করে।প্রচুর সংখ্যায় কলেজ পড়ুয়ারা এই মিছিলে অংশ গ্রহণ করে।
কল্যাণী কলেজ থেকে এই মিছিল শুরু হয়,তারপর কল্যাণী আইটিআই মোড় হয়ে কল্যাণী সেন্ট্রাল পার্ক ঘুরে আইটিআই মোড়ে এসে মিছিল শেষ হয়। এনআরসি-এর বিরুদ্ধে ছাত্রদের মধ্যে ব্যাপক ক্ষোভ রয়েছে ,তা এই মিছিল দেখে লক্ষ্য করা যায়।
নদীয়া জেলার তৃণমূল ছাত্রপরিষদের সভাপতি সৌরিক মুখার্জী বলেন,নরেন্দ্র মোদির সরকার যদি বাংলায় এনআরসি লাগু করার চেষ্টা করে তাহলে বাংলায় ছাত্র আন্দোলন ভয়াবহরূপ ধারণ করবে।তাই যেন বিজেপি বাংলায় এনআরসি করার কথা না ভাবে। ছাত্রদের এনআরসি বিরোধী মিছিলে অংশগ্রহণ বিজেপি নেতাদের যথেষ্ট ভাবাবে বলে মনে করা হচ্ছে ।