অবতক খবর,২৮ জুলাই: কাঁকিনাড়া জ্যোতি ফাউন্ডেশন নামে এক সমাজসেবী সংস্থার উদ্যোগে তাদের একবর্ষপূর্তি অনুষ্ঠান আয়োজিত হলো ভাটপাড়া প্রেমচন্দ্র শতবার্ষিকী ভবনে।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং।এই অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়। এছাড়াও এই সমাজসেবী সংস্থার উদ্যোগে গত বছর আয়োজিত রোজগার মেলা থেকে যারা চাকরি পেয়েছেন তাদেরও সম্বর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ঘোষনা করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে দেওয়ার পর যারা আর্থিক অনটনে উচ্চ শিক্ষায় ভর্তি হতে পারবে না তাদের কাঁকিনাড়া জ্যোতি ফাউন্ডেশন এর মাধ্যমে অর্জুন সিং এর মৃত বাবা মা ও ভাইয়ের নামে অর্থ সাহায্য করবেন।দিল্লিতে নীতি আয়োগ এর বৈঠকে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করছে বলে কটাক্ষ করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং।

তিনি বলেন তাকে শেষের পরিবর্তে সাত নম্বর জায়গায় বলতে দেওয়ার জন্য বলা হয়েছিল। তার মাইক কখনোই বন্ধ করা হয়নি, তিনি মিথ্যা কথা বলছেন।