অবতক খবর,২৪ জুলাই: ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কাঁপা সাব ট্রাফিক গার্ডের পক্ষ থেকে আজ এক মহতী উদ্যোগ নেওয়া হল। ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ এই ব্যানারকে সামনে রেখে বাইক চালকদের হেলমেট পরিয়ে একটি রেলি বার করে মানুষকে সচেতন করা হয়। পাশাপাশি মানুষকে বোঝানো হয় বাইক এবং অন্যান্য যানবাহন চালানোর সময় কি কি সর্তকতা অবলম্বন করা উচিত।

পাশাপাশি আয়োজন করা হয় চক্ষু পরীক্ষা শিবিরের। যেখানে চক্ষু সংক্রান্ত সমস্ত সমস্যা সমাধানের চেষ্টা করা হয়। আর এই ক্যাম্পটি করা হয় সাধারণ মানুষের জন্য।

আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উচ্চ পদস্থ আধিকারিকরা। পাশাপাশি ট্রাফিকের ভারপ্রাপ্ত আধিকারিক এবং সিভিক ভলেন্টিয়াররা। আজকের এই কর্মসূচি থেকে সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে যারা ভাল কাজ করে সেরা হয়েছেন তাদের পুরস্কৃত করা এবং সম্মান জানানো হয়। শুধু তাই নয়, আজ বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে ট্রাফিক সংক্রান্ত বিষয়ের উপর অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়, পাশাপাশি কৃতীদের পুরস্কৃত করা হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী সহ অন্যান্য বিশিষ্টজনেরা।