অবতক খবর,৭ নভেম্বর: সমগ্র দুনিয়ার এক আলোড়ন সৃষ্টিকারী ঐতিহাসিক ঘটনা নভেম্বর বিপ্লব। কমরেড লেনিনের নেতৃত্বে সংঘটিত এই বিপ্লব দুনিয়াকে মানবমুক্তির পথ দেখিয়েছিল।

‌আজ ৭ নভেম্বর কাঁচরাপাড়ার সিপিএম এরিয়া কমিটির নেতৃত্বে বিভিন্ন ওয়ার্ডে এই মহান নভেম্বর দিবস পালিত হল। বিভিন্ন ওয়ার্ডে তো বটেই প্রকাশ্যে পাওয়ার হাউস অঞ্চলে এবং সিপিএমের বিভিন্ন শাখা সংগঠনের উদ্যোগে এই মহান নভেম্বর দিবস পালন করা হয়।

রক্ত পতাকা উত্তোলন করা হয় শহীদ বেদীতে মাল্যদান করা হয়। বিভিন্ন জায়গায় এই শহীদ বেদীতে মাল্যদান করেন এবং নতুনদিন আনার অঙ্গীকার করেন সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক দেবাশিস রক্ষিত, বরিষ্ঠ সিপিএম নেতা শম্ভু চ্যাটার্জী।

বিভিন্ন জায়গায় এই উপলক্ষে সেই বিখ্যাত গানটি বহু গীতিকার যে গানটি গেয়েছেন “কমরেড লেনিনের আহ্বান’ সেই গানটি গীত হয়। হেমাঙ্গ বিশ্বাস উদাত্ত কণ্ঠে যে গানটি মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছিলেন বিভিন্ন অঞ্চলে সেই গানটি পরিবেশিত হয়। এই করোনা পরিস্থিতিতে এটি ছিল একটি উল্লেখযোগ্য ঘটনা।

বামপন্থী মানসিকতার যে প্রসার, চেতনার যে বিস্তার এখনও যে রয়েছে আজকের মহান নভেম্বর দিবস পালনের মধ্য দিয়ে তা আবার প্রমাণিত হলো।