অবতক খবর,৩১ মার্চ: আজ কাঁচরাপাড়া পৌরসভায় বাজেট মিটিং হয়। কাঁচরাপাড়া পৌরসভার পৌর প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর কমল অধিকারীর এটি প্রথম বৈঠক।
তিনি পৌরপ্রধান হওয়ার পরেই লোকের মুখে মুখে ঘুরছিল যে, এই মিটিংয়েই ঘোষণা হবে কারা হচ্ছেন কাঁচরাপাড়া পৌরসভার সিআইসি। কিন্তু আজও ঘোষণা করা হয়নি পৌরসভার সিআইসিদের নাম। তবে সূত্রের খবর আগামী দুই একদিনের মধ্যেই নাম ঘোষণা হবে সিআইসিদের।
তবে আজকের এই বাজেট মিটিংয়ে জানানো হয় যে, পৌরসভার কাছে যে অর্থ রয়েছে সেই অর্থ সম্পূর্ণরূপে শহরের উন্নয়নে কাজে লাগানো হবে। অর্থাৎ ড্রেনগুলো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, চারিদিকে আলোর ব্যবস্থা যেন ভালো থাকে, সিসিটিভি গুলো যাতে সবসময় কাজ করে, রাস্তাঘাটের কোনো সমস্যা যাতে না থাকে, এই সব খাতেই পৌরসভার অর্থ কাজে লাগানো হবে।
অন্যদিকে এই বৈঠকে ঘোষণা করা হয় কাঁচরাপাড়া পৌরসভার সকল কাউন্সিলরদের অনারিয়াম বৃদ্ধি করা হয়েছে। এতদিন যে অনারিয়াম কাউন্সিলররা পেতেন তাতে তাদের কিছুই হতো না, এমনই একটি অভিযোগ ছিল কাউন্সিলরদের পক্ষ থেকে। সূত্রের খবর, আজ থেকে তাদের অনারিয়াম একধাক্কায় বৃদ্ধি পেলো ৩ হাজার টাকা।