অবতক খবর,২৫ মার্চ: কাঁচরাপাড়া মোতিবাজারের ভিতরে রাস্তার উপর একটি নতুন পিলার তৈরি হয়েছে। আর এই পিলার তৈরি করেছেন দিলীপ সাউ নামে এক ব্যবসায়ী। তবে এই পিলারটির জন্য সমস্যার সম্মুখীন হতে হচ্ছে মোতিবাজারের ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ ক্রেতাদের। ব্যবসায়ীরা মোতিবাজারের সেক্রেটারি কাশীনাথ রায়কে বিষয়টি জানালেও কোন কাজ হয়নি। ব্যবসায়ীদের আরও অভিযোগ, সেক্রেটারিকে অভিযোগ জানালে তিনি বিষয়টি খতিয়ে দেখেন নি, এমন কি ঘটনাস্থলে পর্যন্ত যাননি।
মোতিবাজারের ব্যবসায়ীরা প্রশ্ন তুলেছেন যে,চলাফেরার রাস্তার উপরে এই পিলার তৈরির অর্থ কি? এই পিলারটি গড়ে তোলার পেছনে যথোপযুক্ত কারণ তারা খুঁজে পাচ্ছেন না। শুধুমাত্র মানুষের অসুবিধা হচ্ছে। ব্যবসায়ীদের অভিযোগ, দিলীপ সাউ গায়ের জোরে এই পিলার দাঁড় করিয়েছেন।
অন্যদিকে এই মোতি বাজারের যিনি সেক্রেটারি কাশীনাথ রায়, তাঁর বিরুদ্ধে ব্যবসায়ীরা অভিযোগ তুলে বলেছেন, তিনি তো নিজের চোখ-কান বন্ধ করে শুধু নিজের স্বার্থে সেক্রেটারি হয়েছেন এই মোতিবাজারের। স্বার্থ ছাড়া তিনি এক পা’ও এগোন না।
এই পিলার তৈরি নিয়ে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে মোতি বাজারে। তবে ব্যবসায়ীরা ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর শর্মিষ্ঠা মজুমদারকে এই অভিযোগ লিখিতভাবে জানিয়েছেন।
ব্যবসায়ীরা বলেন, এইভাবে যে কেউ এসে রাস্তা দখল করে সেখানে পিলার দাঁড় করিয়ে দেবে, তা আমরা মেনে নেব না। কেউ এইভাবে গায়ের জোর দেখাতে পারেনা।
তবে প্রশাসনিকভাবে এর বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হবে বা ওই ওয়ার্ডের কাউন্সিলর কি পদক্ষেপ নেবেন সেই দিকেই এখন তাকিয়ে রয়েছেন ব্যবসায়ীরা।