অবতক খবর,১৯ অক্টোবরঃ বীজপুর বিধানসভার অন্তর্গত কাঁচরাপাড়া পৌরসভার উপ পৌর প্রধান শুভ্রাংশু রায়। তিনি প্রায় দু’বছর রাজনীতিতে সক্রিয় ছিলেন না। কিন্তু পিতা মুকুলের সাথে সাথে তিনিও এবার সক্রিয় রাজনীতিতে ময়দানে নেমে পড়েছেন। ইতিমধ্যেই তার বাড়িতে বিজয়ের শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলেন একাধিক হেভিওয়েট নেতা এবং রাজ্যের মন্ত্রীরা। যার জেরে রাজনৈতিক মহলে নানা রকম গুঞ্জন চলছে এখনো। এ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল কিন্তু আজ সকাল থেকেই শহর জুড়ে দেখা গেল শুভ্রাংশু রায়ের পোস্টার। সেখানে বিজয়া,দীপাবলী,ছট্ পুজো এবং জগদ্ধাত্রী পুজো শুভেচ্ছা বার্তা দেওয়া। শুধু তাই নয় রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ছবি(নীচে তাঁর পদ উল্লেখ করা রয়েছে)।
আর পোস্টারের পরই একের পর এক প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজনৈতিক মহল প্রশ্ন তুলেছে, এতদিন রাজনীতিতে নিষ্ক্রিয় থাকার পর হঠাৎ এই সক্রিয়তা দেখিয়ে তিনি কি বোঝাতে চাইছেন?
তবে শুভ্রাংশু রায়ের সহকর্মীরা জানাচ্ছেন যে, শুভ্রাংশু রায় আর কয়েকদিন পরেই ক্ষমতায় ফিরতে চলেছেন। তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন। তবে তাকে ফের আগের মতই আরো সক্রিয় দেখা যাবে আর কিছুদিন পরেই। ফের মানুষ তাকে উন্নয়নের কান্ডারি বলেই অভিহিত করবেন। আর কিছুদিনের অপেক্ষা মাত্র।