অবতক খবর, ৮ অক্টোবরঃ কাঁচরাপাড়ায় সরগম একটি সুপরিচিত নাম। এটি একটি সংস্কৃতি এবং সমাজমনস্ক সংগঠন। আজ তারা বিজয়া সম্মিলনীর আয়োজন করে।
সম্মিলননীর অন্যতম উদ্যোক্তা শম্ভু চ্যাটার্জি জানান, আসলে আমরা মানুষেরা সব সময় এভাবে অতি নৈকট্যের স্পর্শ পাই না। আমরা বিভিন্ন মিটিং মিছিল রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকি সেখানে একটি বিষয় নির্দিষ্ট করা থাকে কিন্তু এই বিজয়ার ধর্মীয় ধ্যান-ধারণা যাই থাকুক সেদিকে বিতর্ক না তুলে আমরা এটাকে জয়সূচক উৎসব, সম্প্রীতির উৎসব এবং সম্পর্ক গড়ে তোলার উৎসব হিসাবে মান্যতা দিই। ফলত বিভিন্ন স্তরের মানুষেরা এই উৎসবের উপস্থিত থাকেন। সরগম চায় এই উৎসবটি চিরকালীন থাকুক।
আজ প্রায় ৩৫০ জন সম্মিলন উৎসবে উপস্থিত থাকেন। কাঁচরাপাড়া এবং সংলগ্ন অঞ্চলের সর্বস্তরের মানুষ, বিভিন্ন ক্লাব সংগঠন, সাংবাদিক, স্থানীয় ব্যবসায়ী ও সুধীজনেরা এই সম্মিলনীতে অংশগ্রহণ করেন। নিশ্চিত এই আয়োজনে মিষ্টিমুখ করানো হয়, সঙ্গে ছিল ভেজিটেবল চপ, লুচি ও ঘুগনি।