অবতক খবর,২৯ জুলাই: গত ২৪ জুলাই কাঁচরাপাড়া সারদা দেবী স্কুলের সামনে বিক্ষোভ প্রদর্শন করে ওই স্কুলের উচ্চমাধ্যমিকে অনুত্তীর্ণ ছাত্রীরা। তাদের দাবি ছিল,যারা অনুত্তীর্ণ সকল ছাত্রীদের পাস করাতে হবে, না হলে সকলের পরীক্ষার ব্যবস্থা করতে হবে।

ওই স্কুলে মোট ৫২ জন উচ্চ মাধ্যমিকের ছাত্রী ছিল। তারমধ্যে ৩৪ জন ছাত্রী পাশ করেছিল। যার মধ্যে ১৮ জন ফার্স্ট ডিভিশন পেয়েছিল। স্টার পেয়েছে মোট ১১ জন।
কিন্তু ওই স্কুলের মোট ১৬ জন ছাত্রীর অনুত্তীর্ণ হয়।

এরপরই ওই ১৬ জন ছাত্রী এবং তাদের অভিভাবকরা স্কুল চত্ত্বরে বিক্ষোভ দেখায়।

তাদের এই বিক্ষোভের পরেই নড়েচড়ে বসে স্কুল কর্তৃপক্ষ।

এরপর কাঁচরাপাড়া সারদা দেবী স্কুলের প্রধান শিক্ষিকা উচ্চ মাধ্যমিক কাউন্সিলের শিক্ষাসচিব (এডুকেশনাল সেক্রেটারি) ডাঃ তাপস রঞ্জন মুখার্জীর সঙ্গে এই বিষয়টি নিয়ে দেখা করেন।

এরপর আজ প্রধান শিক্ষিকা জানান, যে ১৬ জন ছাত্রী উচ্চমাধ্যমিকে অনুত্তীর্ণ ছিল তাদের সকলকেই পাশ করিয়ে দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে তিনি বলেন, আগামীকাল অর্থাৎ ৩০শে জুলাই দুপুর ১টায় স্কুলে সাংবাদিক বৈঠকে বিষয়টি সকলকে জানানো হবে এবং ওই ১৬ জন ছাত্রীকে তাদের পাশ মার্ক শীট বিতরণ করা হবে।