অবতক খবর,২৯ জানুয়ারি: কাঁচরাপাড়া হার্ণেট ইংলিশ মিডিয়াম স্কুল আজ সাড়ম্বরে সরস্বতী পুজোর অনুষ্ঠানের আয়োজন করল। আয়োজনটি ছিল সম্পূর্ণ জাঁকজমকপূর্ণ। এদিন বিদ্যাদেবীর আরাধনার সঙ্গে সঙ্গে স্কুলের ছাত্র-ছাত্রীদের দ্বারা পরিচালিত চিত্র প্রদর্শনীৎও বিজ্ঞানবিষয়ক প্রদর্শনীর আয়োজন করা হয়। স্কুলের শিক্ষার্থীরা তাদের প্রদর্শিত মডেলগুলো উপস্থিতজন, দর্শক মন্ডলীর কাছে ব্যাখ্যা করেন। মডেলগুলোর কার্যকারিতা বর্ণনা করেন। বিজ্ঞান বিষয়ক প্রদর্শনীর মধ্যে ছিল ‘জল ধরো জল ভরো’ প্রকল্প, পরিবেশ দূষণ বিষয়ক চেতনা জাগরণের প্রদর্শনী এবং রসায়ন ভিত্তিক প্রদর্শনী। পরিবেশ কিভাবে দূষিত হচ্ছে, তার থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়, বিশ্ব উষ্ণায়ন সম্পর্কিত প্রদর্শনীগুলি ছিল উল্লেখযোগ্য। ছাত্র-ছাত্রীরা নিজেদের অঙ্কনশৈলিরও পরিচয় দিয়েছে এই চিত্র প্রদর্শনীর মাধ্যমে।
এদিন প্রদর্শনীর উদ্বোধন করেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ধরণীধর পাত্র। সঙ্গে ছিলেন প্রাক্তন উপাচার্য মানিক গোপাল সোম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল শহর কংগ্রেসের সভাপতি অশোক তালুকদার। স্কুলের প্রিন্সিপাল বলেন, সরস্বতী পুজোকে কেন্দ্র করে প্রতিবছরই আমরা বিশেষ পরিকল্পনা নিয়ে থাকি। ছাত্রদের সৃজন প্রতিভার যে বিকাশ হচ্ছে বা অগ্রগতির দিকে স্কুলের একটা ভূমিকা আছে তা প্রদর্শনের জন্য আমরা প্রকাশ্য প্রদর্শনীর আয়োজন করে থাকি। ছাত্রছাত্রীরাই এটা পরিচালনা করে থাকে।