অবতক খবর,৮ জুন ::  আজ বীজপুর অর্থাৎ কাঁচরাপাড়া এবং হালিশহর জুড়ে একটিই আলোচনা,ভারতীয় রাজনীতির চাণক্য কাঁচরাপাড়ার ভূমিপুত্র মুকুল রায় দিল্লিতে ক্যাবিনেট পদ পাচ্ছেন এমনই সূত্রের খবর। এই বীজপুরে বিজেপিতে যোগদান করার পর তাঁর পুত্র বিধায়ক শুভ্রাংশু রায় বিজেপি যুব সভাপতির পদ পাবেন, এমন একটি আশা জেগেছিল এই অঞ্চলে শুভ্রাংশু রায় তথা মুকুল পন্থীদের মধ্যে। দীর্ঘদিন বিজেপিতে থাকার পরেও তেমন কোনো সুসংবাদ তাঁর পক্ষে না গেলেও আজ তাঁর পিতা মুকুল রায় যে ভারতীয় রাজনীতিতে, দিল্লির রাজনীতিতে যে কর্তৃত্ব পাচ্ছেন বা নেতা হয়ে উঠেছেন, সেইজন্য বীজপুরে৬ষ নং ওয়ার্ডে মুকুল বিস্তর আলোচনা চলছে।

সেই আলোচনা কাঁচরাপাড়ার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডেও শুরু হয়ে গেছে। ফলে বিজেপি রাজনীতিতে যে মুকুল ভক্তরা রয়েছেন এবং তৃণমূলের মধ্যেও যে ছুপা মুকুল ভক্তরা রয়েছেন। সেই যুবদের একটি অংশও এতে অত্যন্ত উৎসাহিত হয়ে পড়েছেন। এক কথায় এই সংবাদে কাঁচরাপাড়ার যুব মহলে উল্লাসের জোয়ার দেখা দিয়েছে, আলোচনা হচ্ছে তাঁকে নিয়ে।

বঙ্গ বিজেপি রাজনীতিতে এতদিন ধরে তেমন কোন গুরুত্ব না পেলেও তাঁকে নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা হয়েছে। সন্দেহ করা হোচ্ছিল যে মুকুল রায় হঠাৎ করে আবার তৃণমূলে ফেরত না যান তাই দীর্ধ সময় ধরে তাকে দলে বড়ো জায়গা দিতে চায়নি বিজেপি কিন্তু এখন তিনি পরিক্ষায় উত্তীর্ন হয়েছেন। পদ না পেয়েই তিনি বিজেপিকে অনেক এগিয়ে নিয়ে গেছেন। এখন বিজেপি মুকুল রায় কে মন্ত্রিসভায় এনে বাংলায় ফাইনাল ম্যাচে এক্কেবারে তৃণমূলের মেরুদন্ড ভেঙে দিতে চাইছে। তাই সরাসরি তাঁকে দিল্লি ডেকে পাঠানো হয়েছে। সম্ভবতঃ আগামী কাল বজরং বালির পুজো দিয়ে শপথ নিতে পারেন মুকুল রায়।

মুকুল রায় প্রায়শঃ রাজনীতিতে এই কথা বলেন,রান কখন উঠবে সেই আশা নিয়েই ব্যাট ধরে টিঁকে থাকতে হবে। ‌তিনি দীর্ঘদিন ধরে বিজেপির রাজনীতিতে ব্যাট ধরে আছেন, ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন এবং খুব ধীর গতিতে ব্যাট চালাচ্ছেন,তাঁর কথাবার্তা ও মেলামেশা ও খুব সাধারণ। ফলত,সেই ধৈর্যের পরীক্ষায় তিনি জয়ী হতে চলেছেন। ‌

সূত্রের খবর, তিনি ক্যাবিনেটে যাচ্ছেন। কোন পদটি পাবেন সেটি আমরা বলছি না, তবে ভারতীয় রাজনীতিতে মুকুল রায় যে একটা ব্যক্তিত্ব, বিজেপি তা স্বীকার করে নিচ্ছে এবং বঙ্গ রাজনীতিতে নিশ্চিত এর প্রভাব পড়বে। গেরুয়া বাতাস যে এতে অনেক জোর পাবে এটি আগেভাগে বলে রাখলে বিশেষ কোনো অত্যুক্তি হবে না বলে মনে হয়।অর্জুনের পদাভিষেক ও মুকুল রায়ের কেন্দ্রীয় মন্ত্রী সভায় পদ, দুই মিলে উত্তর ২৪ পরগনার বেশি ভাগ বিধান সভা এক কথায় নির্বাচনের আগেই জয় করে নেবে বিজেপি বলে দাবি বিজেপি যুব মোর্চার।