অবতক খবর : কাঁচরাপাড়া কুলিয়া রোড সংলগ্ন অঞ্চল ৪ নং ওয়ার্ড। এই ওয়ার্ডের অধিবাসীরা অভিযোগ করে জানিয়েছেন যে, তাদের পানীয় জলের সঙ্গে পোকা চলে আসছে। দীর্ঘ দুই তিন দিন ধরে তারা এটি প্রত্যক্ষ করছেন। ‌ এটি পৌরসভার সরবরাহকৃত পানীয় জল। এ ব্যাপারে ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর বিনয় দাসের সঙ্গে তারা কথা বলেন।

স্থানীয় অধিবাসীদের অভিযোগ কাউন্সিলর তেমন কোন গুরুত্ব দেননি। ফলে তারা কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যানের কাছে লিখিতভাবে অভিযোগ করেন এবং অধিবাসীরা সাক্ষাৎ করেন। চেয়ারম্যান জানান যে, বিষয়টি হতে পারে,কারণ ৪ নং ওয়ার্ডে জোনপুর থেকে থেকে জল সরবরাহ করা হয়। ওই অঞ্চলের জলের ট্যাংক পুরনো হয়ে গেছে, ফলে এই ঘটনা ঘটতে পারে। তাদের জন্য নতুন ট্যাংক মুরগিপাড়া অঞ্চলে বসানো হচ্ছে। আর কিছুদিনের মধ্যেই সেখান থেকে জল সরবরাহ করা হবে, তখন আর এই অসুবিধা হবে না।

এখন অধিবাসীরা প্রশ্ন তুলেছেন, এটি কবে হবে? কারণ নতুন ট্যাংক থেকে জল সরবরাহ কবে হবে তার নিশ্চয়তা নেই। তবে ততদিন কি তারা এই পোকা মিশ্রিত জলই পান করতে থাকবেন? এই মুহূর্তে কেন পৌরসভা তার দায়িত্ব এড়াচ্ছে? নতুন জলের ট্যাঙ্ক যতদিন না চালু হয় ততদিন কেন তারা পানীয় জল সরবরাহ করবে না? তারা বলছেন, পৌরসভার ভ্রাম্যমাণ যে জলের ট্যাংক আছে, সেটা দিয়েই তো তারা পানীয় জল সরবরাহ করতে পারেন।

অন্যদিকে যখন করোনা ভাইরাস নিয়ে সরকার এত ব্যতিব্যস্ত, পৌরসভা যখন এর প্রচার চালাচ্ছে, তাহলে পানীয় জলের মধ্যে যে পোকা পাওয়া যাচ্ছে তাদের কাছে সেটা কি কোন ব্যাপার নয়! সেটা এড়িয়ে করোনা ভাইরাস বড় হয়ে গেল? এটি স্থানীয়দের সাধারণ সমস্যা। পানীয় জলের সমস্যাটা কি ছোট হয়ে গেল? এই নাকি নির্মল শহরের নমুনা?