অবতক খবর,৩ মার্চ: আজ কাঁচরাপাড়া ৯ এবং ১০ নং ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচারে যান বীজপুর তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুবোধ অধিকারী। সেখানে তাঁর উপস্থিতিতে আজ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন বেশ কয়েকজন মহিলা কর্মী। মহিলা কর্মীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন প্রার্থী সুবোধ অধিকারী।
যোগদানকারী এক মহিলা জানান, “এই অঞ্চলে গেরুয়া প্রবাহের পর বিজেপি যেভাবে অত্যাচার নামিয়ে এনেছিল সেই অত্যাচারে বাদ পড়িনি আমিও। বিজেপির ছেলেরা আমাকে পায়ে রড দিয়ে মেরে আমাকে রক্তাক্ত করেছিল। সেই সব দিন আমি ভুলিনি। বিবেকানন্দ মার্কেটে আমার এবং আমার স্বামীর দোকান ছিল। দোকান আগুনে পুড়ে যাবার পর বিজেপির এক নেতা কথা দিয়েছিলেন যে তারা আমাদের দোকান ফিরিয়ে দেবেন। কিন্তু তা আজ দখল হয়ে গেছে।
আমাদের রোজগার বন্ধ হয়ে গিয়ে পথে বসার মত অবস্থা হয়ে গিয়েছিল। অভাবে ছেলের পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু তারা কেউ আমার খোঁজ নেয়নি এবং ওই অসহায় অবস্থায় আমার পাশে দাঁড়ায়নি। কিন্তু সমাজসেবী মলয় ঘোষ আমাদের সহায়তা করেছেন, আমাদের পাশে দাঁড়িয়েছেন। তাই আজ আমি আবারও তৃণমূল কংগ্রেসে যোগদান করছি। আমি আগেও তৃণমূলকে ভালোবাসতাম এবং আজীবন ভালোবাসব।”
এ প্রসঙ্গে সুবোধ অধিকারী বলেন,”বিজেপি একটি দাঙ্গাবাজ পার্টি। বিজেপি মানুষকে কথা দেয় একরকম আর কাজ করে অন্যরকম। নারীদের তারা সম্মান করতে জানেনা। একজন পুরুষ কিভাবে একজন মহিলার গায়ে হাত দিতে পারে তা ভেবেই আমার অবাক লাগছে। এর জবাব মানুষ দেবে। ২রা মে ফলাফল ঘোষণার পরই বুঝতে পারবেন যে এই দাঙ্গাবাজ পার্টিকে মানুষ চায় না।”