অবতক খবর,৩ জানুয়ারিঃ বীজপুরে রেইড হয়ে গেল অথচ বীজপুরের মানুষ জানতেই পারল না। বাইরের থানা অর্থাৎ বীজপুর পুলিশ ছাড়াও ছিল বাইরের পুলিশ বাহিনী। গত ২রা জানুয়ারি কাঁচরাপাড়া আর.পি স্কুল সংলগ্ন অঞ্চলে রেইড চালিয়ে চলে গেল পুলিশ। স্থানীয়দের সূত্রে খবর, পুলিশের কাছে আগেই খবর ছিল যে সেখানে বিভিন্ন অবৈধ কার্যকলাপ যেমন মদ গাঁজা ইত্যাদির ব্যবসা চলছিল রমরমিয়ে। জানা গেছে পাপ্পু সাউ নামে এক গাঁজা বিক্রেতাকে পুলিশ আটক করে নিয়ে গেছে। পাশাপাশি উদ্ধার হয়েছে প্রচুর গাঁজা। বিষয় সেটা নয়, বিষয়টি হল এটি তো নতুন কোন ঘটনা নয়। দীর্ঘদিন ধরে ওই অঞ্চল অবৈধ কার্যকলাপের আঁতুরঘর হয়ে ছিল। এটি কারোর অজানা নয়।
আর সব থেকে বড় প্রশ্ন, সেখানে বাইরের পুলিশ বাহিনী এসে রেইড চালালো। তাহলে লোকাল পুলিশ এতদিন কি করল? তবে এটি যে পুলিশের একটি বড়সড় সাফল্য তা আর বলার অপেক্ষা রাখে না।
যে অঞ্চলের কথা আমরা বলছি অর্থাৎ আর.পি স্কুল একটি নামকরা স্কুল।আর এই স্কুলের ১০০ মিটারের মধ্যে দীর্ঘদিন ধরেই রমরমিয়ে চলছিল এই ব্যবসা।