অবতক খবর,৮ মে: কাঁচরাপাড়া ১৪ নম্বর ওয়ার্ড কলেজ মোড় সংলগ্ন যে পিডব্লিউডি অফিস রয়েছে, তার সামনেটা লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা রয়েছে। ইদানিং দেখা যাচ্ছে ওই ব্যারিকেডের সামনে একের পর এক গড়ে উঠছে বেআইনি দোকান। এই দোকানগুলো তৈরির অনুমতি কে বা কারা দিচ্ছে তা এখনো পরিষ্কার নয়। আমরা আজ সকালে দেখতে পাই রাতারাতি সেখানে বাঁশ এবং টিন দিয়ে আরেকটি দোকান গড়ে উঠেছে। কিন্তু সেটা কারোর চোখেই পড়েনি। কি অদ্ভুত! আশেপাশের মানুষদের জিজ্ঞাসাবাদ করলে তারা বলেন, এই দোকান বিষয়ে আমরা কিছু জানি না, এটি রাতারাতি তৈরি হয়েছে।
তবে এলাকারই কিছু মানুষ আড়ালে বলছেন, এই দোকান তৈরির পেছনে তো খোদ পিডব্লিউডির হাত রয়েছে। তারা বলছেন, পিডব্লিউডির জমিতে তাদের অনুমতি না থাকলে এই ভাবে দোকান তৈরি হয় না।
আমরা ওই দোকানের সামনে বেশ কিছুক্ষণ অপেক্ষা করেছি, যদি মালিকপক্ষের সঙ্গে দেখা হয় কিন্তু সেখানে কেউই আসেননি।
টিন এবং বাঁশ দিয়ে দোকানটি সম্পূর্ণ সেট তৈরি হয়ে গেছে, কিন্তু দরজা লাগানো নেই। এর পিছনে কে বা কারা জড়িত তা আমরা খতিয়ে দেখছি। এর বিস্তারিত নিয়ে আসব খুব শিগগিরই। চোখ রাখুন অবতক খবরে।