অবতক খবর , উত্তর দিনাজপুর : চোপড়া থানার হাপ্তিয়াগছ গ্রাম পঞ্চায়েতের ভৈষপিটা মোড়ে কাঁচা চা পাতা চুরি বন্ধ করার দাবিতে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে স্থানীয় চা চাষিরা। বেশ কয়েক মাস ধরে কাঁচা চা পাতা চুরি হওয়ার ঘটনায় ক্ষুব্ধ কৃষকেরা রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধে সামিল হন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ চোপড়ার ভৈষপিটা, নারায়নপুর, ডক ব্রীজ সংলগ্ন এলাকায় বেশ কিছু দিন কাচা চা পাতা রাতের অন্ধকারে চুরি হচ্ছে। বারবার প্রশাসনকে অভিযোগ জানানো সত্ত্বেও কোন ধরনের ভূমিকা না নেওয়াতে এদিন ভৈষপিটা মোড় এলাকায় স্থানীয় খুদ্র চা চাষিরা রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখে।
প্রায় চার ঘন্টা রাস্তা অবরোধ করে রাখার পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আশ্বাস দেয় যে ঘটনাটা পূর্ণ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের এই আশ্বাস পাওয়ার পর ক্ষুদ্র চাষিরা অবরোধ তুলে নেয়। কিন্তু তাদের দাবি যদি পরবর্তীতে এই চুরি করা বন্ধ না হয় তবে আগামীতে এর থেকে বড় ধরনের আন্দোলনে তারা নামবে।