কাঞ্চনজঙ্ঘার পেছনে মাল গাড়ির ধাক্কা: অন্য চোখে লিখি

কাঞ্চনজঙ্ঘা
তমাল সাহা

চাঁদের গায়ে চাঁদ লেগেছে
গাড়ির উপরে গাড়ি
তোর শরীর ‘পরে
আমার শরীর যায় যে গড়াগড়ি!

দুয়ারে আমার মারণবেলা
চিরসত্য এই মরণ খেলা।
তুই করিস ঘোরাফেরা
তুঁহু মম রাধা সমান
বাঁচিনে আমি তোকে ছাড়া!

আয়! তবে দুজনাতেই খেলি
ইহকাল আর কদিন বটে
মুখোমুখি খেলতে খেলতে পরকালে চলি!

মৃত্যু এতো সুন্দর! এতো বর্ণময় রঙা!
কী অপূর্ব রূপ তোর,
শেষবেলা দেখে যাই, তোর কাঞ্চনজঙ্ঘা!

১৭ জুন,২০২৪, সোমবার