অবতক খবর , সংবাদদাতা , মুর্শিদাবাদ :- মুর্শিদাবাদের কান্দি রেল সংযুক্তকরণ কমিটির পক্ষ থেকে কান্দি থেকে বহরমপুর সাইকেল রেলির এর মাধ্যমে জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়।

কান্দি রেলওয়ে সংযুক্ত করন কমিটির প্রভাত কর জানান চৌরীগাছা থেকে সাঁইথিয়া রেল লাইনের দাবি এলাকার মানুষের বহুদিনের

৩২ বছর ধরে এই আন্দোলন চলছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০০৯ সালে চূড়ান্ত অনুমোদন দিয়েছিলেন কিন্তু সেই কাজ অর্থের কারণে বন্ধ হয়ে আছে ভিশন ২০২০ উল্লেখ্য যে দুই হাজার কুড়ি সালে কাজ সমাপ্ত হবে।

কিন্তু এখন বন্ধ হয়ে পড়ে রয়েছে তাই মাননীয় জেলা শাসকের কাছে আবেদন জানিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যাতে চৌরীগাছা সাঁইথিয়া রেল লাইনের দ্রুত কাজ শেষ হয় এই কাজ শেষ হলে এলাকার মানুষরা উপকৃত হবেন বলে জানালেন। স্বাধীনতার ৭৪ বছর পরও এই এলাকার মানুষ রেল যোগাযোগ ব্যবস্থা থেকে বঞ্চিত।