অবতক খবর,৪ অক্টোবর: মুর্শিদাবাদ জেলার কান্দিতে টোটোর নাম্বার প্লেট উদ্বোধন করা হলো সোমবার কান্দি টোটো ইউনিয়ন কার্যালয়ে। মুর্শিদাবাদ পুলিশ জেলার পক্ষ থেকে প্রত্যেকটি মহকুমার টোটোর নম্বর প্লেটের রঙ আলাদা করা হয়েছে যার মধ্যে কান্দি মহকুমার টোটোর নম্বর প্লেট হলুদ রঙের করা হয়েছে আর সেই নম্বরপ্লেট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো সোমবার কান্দি টোটো ইউনিয়ান কার্যালয়ে। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কান্দি পৌরসভার প্রশাসক দেবাশীষ চ্যাটার্জী, কান্দি পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি পার্থ প্রতিম সরকার সহ কান্দির বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ। শহরের ভিতরে যানজট কমানোর জন্য মুর্শিদাবাদ পুলিশ জেলার পক্ষ থেকে এই ধরনের রং বিশিষ্ট নম্বর প্লেট উদ্বোধন করা হচ্ছে জেলার প্রত্যেকটি মহকুমায় যাতে মহকুমা শহরগুলিতে অবাঞ্ছিত টোটো চলাচল বন্ধ হয় এবং শহরের যানজট মুক্ত হয়। মুর্শিদাবাদ পুলিশ জেলার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।