অবতক খবর , দেবাশিস মালিক, ক্যানিং:- কালিকাতলা মিলন বিদ্যাপীঠ হাই স্কুল মাঠের স্টেজের শুভ শিলান্যাস অনুষ্ঠান,মাননীয় বিধায়ক শওকত মোল্লার বিধায়ক তহবিল এর টাকা হইতে এলাকার মানুষের দাবী মেনে, এই স্টেজটি নির্মিত হবে, আমরা ধন্যবাদ জানাই , ক্যানিং পূর্বের বিধায়ক উন্নয়নের রূপকার বিধায়ক সওকাত মোল্লা মহাশয় কে l
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও প্রণব কুমার মন্ডল, সহ সভাপতি মোক্তর শেখ, হাকিম মিদ্দে, সোয়েব শেখ, সাদেক লস্কর, প্রাক্তন আব্দুল হাই, রফিকুল মোল্লা, জাহিদ শেখ, প্রদীপ ঘোষাল সহ সকল নেতৃত্বগন উপস্থিত ছিলেন।