অবতক খবর, সংবাদদাতা , ইসলামপুর :: কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী বিজয়ী হওয়ার পর সেই আনন্দে শামিল হলো ইসলামপুরের তৃনমূলের কর্মী-সমর্থকরা। বৃহস্পতিবার ইসলামপুর বাস টার্মিনাসে বিজয় উল্লাস এর আয়োজন করেন এবং শহর জুড়ে তার বহিঃপ্রকাশ ছিল একটু অন্য মেজাজের। ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেন জানান, সাধারণ মানুষের মধ্যে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল সম্পর্কে একটি বিশ্বাস তৈরি হয়েছে। কারণ জেলা সভাপতি হিসেবে তিনি প্রত্যন্ত গ্রামে গ্রামে গিয়ে যেভাবে প্রচার করেছেন এবং এর ফলে গ্রামবাসীরা যেভাবে সাড়া দিয়েছে তাতে তাদের জয় নিশ্চিত ছিল।
সঠিক এবং যোগ্য নেতৃত্ব পাওয়ায় এভাবেই দল শক্তিশালী হবে বলে তিনি মনে করেন। তবে এক্ষেত্রে জেলার মন্ত্রী গোলাম রাব্বানীর অবদানও অস্বীকার করার কোন জায়গা নেই। তিনিও কালিয়াগঞ্জ নির্বাচনকে সামনে রেখে রীতিমত ঝাঁপিয়ে পড়েছিলেন। আর তাই কালিয়াগঞ্জ লোকসভায় বিজেপির রেকর্ড ভেঙে চুরমার করে দিয়ে প্রথম ঘাসফুল সেখানে এবার মাথা তুলে দাঁড়ালো।এদিন উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার কাউন্সিলর মানিক দত্ত সহ অন্যান্য নেতৃত্ব।