অবতক খবর, উত্তর দিনাজপুর: আগামী ৩ মার্চ কালীগঞ্জে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাকে সফল করতে এবং আসন্ন পৌরভোটকে সামনে রেখে মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্যদের নতুনভাবে উজ্জীবিত করা হচ্ছে। পাশাপাশি দলের মহিলা সংগঠনকে চাঙ্গা করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে।
রবিবার ইসলামপুর টাউন তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভায় এমনই বলেন রাজ্যের শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী গোলাম রাব্বানী। তিনি জানান, চোপড়া ও ইসলামপুর সহ জেলার বেশ কয়েকটি ব্লকে মহিলাদের সংগঠন খুব দুর্বল ছিল। এই প্রক্রিয়াকে চাঙ্গা করতেই এদিন জেলা সহ-সভাপতি পম্পা সরকার সহ জেলার বিভিন্ন ব্লক ও শহর মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতিদের নিয়ে বৈঠকে আলোচনা হয়। এদিন সেখানে আলোচনায় অংশগ্রহণ করেন উত্তর দিনাজপুর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ইসলামপুর পৌরসভা চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল। তিনি জানান,দলকে মজবুত করতে গেলে মহিলা সংগঠনকে চাঙ্গা করা প্রয়োজন, এদিনের সভা তারই একটা প্রক্রিয়া।
উল্লেখ্য, সম্প্রতি চোপড়া এবং গোয়ালপোখর সহ বিভিন্ন ব্লকে মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতিদের দায়িত্ব দেওয়া হয়েছে এবং তাদের স্বাধীনভাবে এলাকায় কাজ করতে বলা হয়েছে। প্রত্যেককে বলা হয়েছে বিশেষভাবে বুথ স্তরে কর্মীদের নিয়ে সভা করে দলকে চাঙ্গা করতে হবে।