অবতক খবর , সংবাদদাতা , কালিয়াচক :- শুক্রবার দুপুরে স্বেচ্ছাসেবী সংস্থা চাইল্ড ইন নিড ইন্সটিটিউট(সিনি)-র উদ্যোগে ও সাহাবাজপুর গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় গর্ভবতী মা ও কিশোরীদের পুষ্টি নিয়ে এক মনোজ্ঞ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়ে গেল সংশ্লিষ্ট পঞ্চায়েত ভবনে। মূলত আশাকর্মী, সঙ্ঘ সদস্য, মা ও কিশোরী এই প্রশিক্ষণে হাজির ছিলেন। গর্ভবতী মায়েদের পুষ্টির সমস্যা হলে রক্তাল্পতা দেখা দিতে পারে। তার ফলে নানান সমস্যার সম্মুখীন হতে পারে তারা। পাশাপাশি বয়:সন্ধিকালীন কিশোরীদেরও এই সময় বাড়তি পুষ্টির দরকার।
কিন্তু সচেতনার মাধ্যমে তা ১০০ শতাংশ সফল করতে তৎপর কালিয়াচক-৩ ব্লক প্রশাসন। এই গ্রামপঞ্চায়েত জুড়ে শুরু হয়েছে এই প্রশিক্ষণ। প্রশিক্ষণপ্রাপ্তরা এরপর গ্রামে গিয়ে অন্যদের প্রশিক্ষিত করে তুলবে। এই আলোচনা সভার উদ্দেশ্য হল, স্বনির্ভর দলের সদস্যরা এই বিষয়ে প্রশিক্ষিত হয়ে তারা তাদের নিজ -নিজ সংসদে গর্ভবতী ও প্রসূতি মা এবং কিশোর কিশোরীদের প্রশিক্ষন দেবেন এবং সচেতন করবেন। উপস্থিত ছিলেন সংস্লিষ্ট পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান বাসন্তী মন্ডল, স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্য সুপারভাইজার ডলি ভট্টাচার্য, ই এ আধিকারিক সুব্রত দাস, ব্লক কো-অর্ডিনেটর সম্বিত সিনহা প্রমুখ।
স্বাস্থ্য সুপারভাইজার ডলি ভট্টাচার্য জানান, ‘এখানে কিশোরী ও গর্ভবতী মায়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বাস্তবায়নের ফলে কিশোর-কিশোরী ও গর্ভবতী ও প্রসূতি মায়েদের পুষ্টির মানোন্নয়ন হবে বলে আমাদের আশা।’
কো অর্ডিনেটর সম্বিত সিনহা বলেন, সিনি সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের বামনটোলা গ্রামে পুষ্টি বাগান নির্মাণ করতে সচেষ্ট রয়েছে । একখন্ড জমিতে পঞ্চায়েত প্রশাসনের সহযোগিতায় রকমারি সবজি চাষ করে গোটা বৈষ্ণবনগর এলাকায় রোল মডেল হিসেবে তুলে ধরতে চায়।