অবতক খবর,২৯ এপ্রিল,সুমিত,কলকাতা: ফের বড়সড় আইনি জটে জড়াতে পারেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। কীভাবে তিনি গাড়িতে লালবাতি ব্যবহার করতে পারেন? এই প্রশ্ন তুলে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। অনুব্রত বিধায়ক নয় তিনি রাজ্যসভার সংসদ নয় কিংবা এমন কোন পদে তিনি আসীন নয় যেখানে তার গাড়িতে লাল বাতি ব্যবহার করা যায়। এই অবস্থায় গাড়িতে লালবাতির অপব্যবহার হচ্ছে। এই দাবি করে জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে।

শুক্রবার এই মামলা দায়ের করেছেন আইনজীবী তথা বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। মামলাকারীর প্রশ্ন ‘অনুব্রত মণ্ডলের গাড়ি থেকে লালবাতি সরানোর নোটিস দেওয়ার পরেও কেন ব্যবস্থা নেয়নি রাজ্য? এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলা দায়ের হয়েছে। আগামি সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা।