বিজেপি শাসিত মধ্যপ্রদেশের গুণা। দলিত রামকুমার অহিলওয়ার ও সাবিত্রী দেবীর একচিলতে জমি কেড়ে নিতে উদ্যোগী রাষ্ট্র। প্রতিরোধে ব্যর্থ দম্পতির কীটনাশক খেয়ে আত্মহত্যার প্রচেষ্টা।
কীটনাশকের প্রয়োজনীয়তা
তমাল সাহা
এক চিলতে জমি তো তোমার।
এই ফসল তোমার মেহনতের ঘাম
বড়লোক বোঝে কি এর দাম?
এই বীজতলা তোমার
রাষ্ট্র চালিয়ে দেবে বুলডোজার!
তোমার এতদিনের লালন-পালন
তোমার জমি দখল করে নেবে ওরা!
তুমি সামান্য দলিত শস্যজীবী
তোমার নেই নিরাপত্তা, নেই পাহারা।
তুমি দলিত!
দলিত আবার মানুষ নাকি?
তুমি জন্মেছই তো মার খেতে।
চলবে অন্যায় অবিচার
নাহলে কেন তৈরি হলো শব্দ দুটি
পুলিশ ও গ্রেপ্তার!
কেউ নেই যখন তোমার পাশে
আছে প্রজন্মদের অসহায় আর্তনাদ
মা বাপের ওপর যখন চলছে অত্যাচার।
আর আছে কীটনাশকের বোতল
পান করে আত্মহত্যার অধিকার!
কী বলছেন বাবুমশাই!
দেশ তো তিয়াত্তর বছরের স্বাধীন।
জাতীয় পতাকা উড়ুক লাল কেল্লায়
খেটেখাওয়া মানুষ এখনও পরাধীন।
বাতাস মানুষের গুপ্তচর নাকি!
উড়তে উড়তে বলে যায় কানেকানে
কবে জেগে উঠবি তোরা মেশিন গানে?