অবতক খবর,৮ সেপ্টেম্বর,জলপাইগুড়ি: জলপাইগুড়ি পুলিশের সাফল্য। এদিন পুলিশের পক্ষ থেকে তল্লাশি চালানোর সময় একটি গাড়িতে বেশ কিছু কুকুর ও বিড়ালের ছানা সহ একটি গাড়ি এবং চালককে গ্রেফতার করা হয়।
জানা গেছে গাড়িটি পাঞ্জাব থেকে নাগাল্যান্ড যাচ্ছিল। তবে ছানাগুলির বৈধ কাগজ দেখাতে পারেনি গাড়ির চালক। যে কারণে গ্রেফতার করা হয় গাড়ির চালককে।
এবিষয়ে জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান,”১৫ টি কুকুরের বাচ্চা ও ৮ টি বিড়ালের বাচ্চা একটি ছোট গাড়িতে পাওয়া গেছে। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গাড়ির চালকসহ সেগুলিকে আটক করা হয়েছে গাড়িতে পাঞ্জাব থেকে নাগাল্যান্ডে যাচ্ছিল। কোর্ট থেকে অনুমতি নেওয়ার পর এই ছানাগুলোকে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে দেখাশোনার জন্য তুলে দেওয়া হবে।”
উদ্ধার হওয়া ছানাগুলো বিদেশি এবং নামীদামী। তাদের মধ্যে রয়েছে ডোবারম্যান, গোল্ডেন রেড রিভার, রড হুইলার সহ বিভিন্ন প্রজাতির।