অবতক খবর,৬ ডিসেম্বর,কুলপি: যিনি রোগীর চিকিৎসা করেন, তিনি রোগীর পরিজনদের চমকাতেও পারেন! একটি ভিডিও-র দৌলতে (ভিডিও-র সত্যতা অবশ্য অবতক খবর যাচাই করেনি) বিতর্কের সূত্রপাত৷ প্রশ্নের মুখে দক্ষিণ ২৪ পরগণার কুলপির বিএমওএইচ তনুশ্রী কুন্ডু৷ যদিও এবিষয়ে তনুশ্রীদেবীর কোনও প্রতিক্রিয়া মেলেনি৷

ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যাচ্ছে, হাসপাতালের মিটিং হলে নার্স ও সমস্ত স্বাস্থ্যকর্মীদের সামনে প্রসূতির দুই আত্মীয়কে ডেকে রীতিমতো ধমকানি দিচ্ছেন ওই বিএমওএইচ৷ সেখানে তাকে বলতে শোনা যায়: কান ধরে বলো, ‘ক্ষমা করে দিন, জীবনে আর এরকম করব না৷’

কান ধরে ওঠবোসের ছবি নিজের কর্মীদের ভিডিও রেকর্ডিং করার নির্দেশ দিয়ে বলেন, ‘ভিডিও করো, ফেসবুক আর ইউটিউবে ছাড়বে! এ আমার কোয়ার্টারে চলে গিয়েছে৷ বলছে, আপনি নিচে নামুন, ছেলেরা আসছে ,আপনার খবর হবে!’ খানিক থেমে মহিলা বিএমওএইচ যোগ করেন, ‘ কার খবর হয়ে গেল! কি হল ব্যাপারটা! কালকের পেপারে হেডলাইনে বেরিয়ে যাবে৷ তো, কার খবর হল!’

ভিডিওয় দেখা যায় রাগান্বিত মেজাজে রোগীর পরিজনদের উদ্দেশ্যে বিএমওএইচ বলছেন, ‘পরের জন, কান ধরো, যে গলায় চিৎকার করছিলে, সেই গলাতেই বলো৷ বাকি সবাই দেখো. ভিডিও করো৷ যতক্ষণ না গলা বেড়াবে ততক্ষণ বলে যাও৷ এই ফরশেপ নিয়ে এসো তো…দেখি ওর গলায় কি হয়েছে! বলো, চিৎকার করে বলো, কোনও ডাক্তারকে অসম্মান করব না৷ চোখ রাঙানো আর গলা বাজি, আর একদিনও যদি দেখি, ওই দিনই গলা কেটে রেখে দেব!’’

সূত্রের খবর, গত মাসের শেষের দিকে স্থানীয় রামনগর গাজীপুর এলাকার এক প্রসূতি ভর্তি হয়েছিলেন কুলপি গ্রামীণ হাসপাতাল। প্রসবের পর অপারেশন করে কপারটি লাগানো হয়েছিল প্রসূতির। পরিবারের অনুমতি ছাড়া কেন কপারটি লাগানো হল, তা নিয়েই গণ্ডগোলের সূত্রপাত।

অভিযোগ, কুলপি গ্রামীণ হাসপাতাল চত্বরে ব্লক মেডিকেল অফিসারের কোয়ার্টারের সামনে প্রসূতির পরিবারের লোকজনেরা জড় হয়ে মহিলা বিএমওএইচকে উদ্দেশ্য করে অশালীন কথাবার্তার পাশাপাশি হুমকি দিতে থাকে৷ এমনকি কোয়ার্টারের দরজায় ধাক্কাধাক্কি করা হয় বলে অভিযোগ। আতঙ্কে বিএমওএইচ তনুশ্রী কুন্ডু ফোন করেন কুলপি থানাতে। পুলিশ এসে অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে যায়। যদিও রোগীর পরিবারের বিরুদ্ধে থানায় এফআইআর করেননি বিএমওএইচ।

পরে প্রসূতির দুই আত্মীয়কে হাসপাতালের মিটিং হলে ডেকে নার্স ও সমস্ত স্বাস্থ্যকর্মীদের সামনে কান ধরে ক্ষমা চাওয়ার নিদান দেন ও ভিডিও তুলে রাখার নির্দেশ দেন বিএমওএইচ। সপ্তাহ দুয়েক আগের ঘটনা হলেও আপাতত সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। যার জেরে বিএমএইচ-এর অভিনব নিদান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে নানা মহলে৷ তবে তনুশ্রীদেবীর অবশ্য কোনও প্রতিক্রিয়া মেলেনি৷