অবতক খবর,২৯ জানুয়ারি: ভারতীয় রাজনীতি কোন পথে এগোচ্ছে তা বোঝা যাচ্ছে না। কারণ দিল্লিতে অনবরত যে ঘটনাগুলি ঘটে চলেছে তার প্রতিবাদ চলছে কাঁচরাপাড়ায়। গত ২৬শে জানুয়ারি দিল্লির লালকেল্লায় যেভাবে জাতীয় পতাকার অবমাননা করা হয়,তারই প্রতিবাদের ঝড় উঠেছে। জায়গায় জায়গায় দেখা যাচ্ছে প্রতিবাদ মিছিল, মিটিং,সভা চলছে পশ্চিমবঙ্গে। সেই সঙ্গে বাদ যায়নি কাঁচরাপাড়াও। আজ কাঁচরাপাড়া এসইউসিআই-এর পক্ষ থেকে থানার মোড় থেকে শুরু করে স্টেশন চত্বর ঘুরে গান্ধী মোড় হয়ে লক্ষ্মী সিনেমা পর্যন্ত এসে মিছিল শেষ হয়। মিছিল শেষে তারা কৃষকদের প্রতি যে অন্যায় হচ্ছে তার প্রতিবাদ তারা করেন। তারা বলেন,যে বা যারা জাতীয় পতাকার অবমাননা করেছে তারা যেন শাস্তি পায়।