ঋতুরাজ বসন্তকে অপমান করেছে দাঙ্গার রক্তস্রোত। মানুষ হিংসা ভুলে যায়।বসন্তোৎসবে মেতে ওঠে। এ উৎসবের বিকল্প নেই। তারুণ্যের জয়গানে গড়ে ওঠে ভালোবাসা অঙ্গন। এসো আবিরে করি বরণ….

কৃষ্ণচূড়ার গান
তমাল সাহা

আমার তো এক প্রকৃতি আছে
আমি প্রতিনিয়ত যাই তার কাছে
ঋতুদের আমি চিনি
আমি তাহাদের কাছে ঋণী।

বারিপাতে তুমি ভিজতে চাও
সে তো প্রকৃতিরও ইচ্ছা
তুমি আমাকে কাছে টেনে নাও
প্রকৃতি জানায় শুভেচ্ছা।

হেমন্তের পাতা ঝরা বেলায়
বিষাদ খেলে যায় সূর্যাস্ত বেলায়
তখনও আমি কাছে থাকি
জীবনের ধারাপাত এমনই আঁকিবুকি।

বসন্ত এলো। তোমাকে কে আর পায়!
তুমি মেতে ওঠো নবসজ্জায়।
খোঁপায় কৃষ্ণচূড়া, কন্ঠে পলাশের হার
প্রকৃতিও পরাজিত
কী রূপময় রমণীয় তোমায় দেখায়।

বৌ কথা কও পাখি ডাকে…
তোমায় কী বলে কানে কানে!
আবিরে রাঙাও মন
কত রঙের সে উচ্ছ্বাস।
ওই তো দাঁড়িয়ে
তোমার প্রিয়তম সে।
ডাকো তারে কাছে স্পর্শ করো
ভালোবাসার পরিপূর্ণ প্রকাশ।

হৃদয়ে লুকিয়ে এই ঐশ্বর্য
নিয়েই তো মানুষ বেঁচে আছে।
প্রকৃতিও পরাজিত হতে চায়
কেননা সেও সুখ পায়
এইসব দেখে তারুণ্যের কাছে।