অবতক খবর: ২১ জুলাই ২০২২। শহিদ স্মরণের মঞ্চ থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তোপ দেগেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেভাবে ইডি-সিবিআই তৃণমূল নেতা-মন্ত্রীদের নিশানা করেছিলেন, তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। এবারও একুশের মঞ্চে দাঁড়িয়ে গতবারের সেই স্মৃতি উস্কে দিলেন তিনি।
একুশের সভা মঞ্চ থেকে মমতা বলেন,”কাল-পরশু থেকে আবার তৎপর হবে ইডি-সিবিআই”। গতবছর এই ২১ জুলাইয়ের পরই তোলপাড় হয়ে ওঠে বঙ্গ-রাজনীতি। প্রায় ২৭ ঘণ্টা জেরার পর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল রাজ্যের তৎকালীন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে । তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা চট্টোপাধ্যায়ের একাধিক ফ্ল্যাট থেকে উদ্ধার হয় কোটি কোটি টাকা। বাংলার রাজনীতির এই ঘটনায় দেশজুড়ে শোরগোল পড়ে যায়। তার পর নিয়োগ দুর্নীতি মামলা থেকে গরু পাচার, কয়লা পাচার কাণ্ড-সহ বিভিন্ন দুর্নীতির ঘটনা প্রকাশ্যে আসে।
বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল থেকে একাধিক নেতাদের নিজেদের হেফাজতে নেয় ইডি-সিবিআই। এমনকী নিয়োগ দুর্নীতি মামলার জিজ্ঞাসাবাদ থেকে রেহাই পাননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।