অবতক খবর , সংবাদদাতা , মেদিনীপুর:- দুয়ারে সরকার – কর্মসুচীতে নিজে পরিস্থিতি দেখতে হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ৷ মেদিনীপুর জেলা শাসকের দফতরে চলা শিবিরে বেশ কিছুক্ষন উপস্থিত থেকে লাইনে দাঁড়ানো লোকজনের সঙ্গে কথা বলেন ৷
নিজে হাতে কয়েক জনকে স্বাস্থ্যসাথী কার্ডও তুলে দিয়েছেন ৷শিবিরে থাকা আধিকারিকদের সঙ্গে বেশ কিছুক্ষন কথা বলে রওনা দেন হেলিকপ্টারে করে ৷ সোমবার মেদিনীপুর শহরে , মেদিনীপুর কলেজ মাঠে সমাবেশ করার পরে সার্কিট হাউসেই ছিলেন রাতভর ৷সেখানে দলের কর্মীদের ও অফিসার দের সঙ্গে বেশ কয়েক দফাতে বৈঠক করেছেন তিনি ৷
দলীয় কর্মীদের বিভিন্ন নির্দেশও দেন তিনি ৷ কয়েকজন নেতার পদের পরিবর্তনও করেছেন ৷ রাতেই সিদ্ধান্ত হয় মুখ্যমন্ত্রী দুয়ারে সরকার কর্মসুচী নিজে দাঁড়িয়ে দেখবেন ৷
সেই মতো মঙ্গলবার সকাল থেকে মেদিনীপুর শহরে জেলা শাসকের দফতরে এই কর্মসুচী নেওয়া হয় ৷ দফতর চত্বরকে রীতিমতো সাজিযে গুছিয়ে দুয়ারে সরকার- শিবিরের আয়োজন করা হয় ৷
সকাল থেকেই মাইকিং করে মেদিনীপুর শহরে প্রচার করার কারনে সুবিধা নিতে বহু মানুষের লাইনও পড়ে গিয়েছিল ৷ বেলা দুটো নাগাদ জেলা শাসকের দফতরে সেখানে হাজির হয়ে যান মুখ্যমন্ত্রী ৷
শিবিরের লাইনে দাঁড়ানো লোকজনের সঙ্গে কথা বলে পুরো শিবিরটি ঘুরে দেখেন ৷ দশ মিনিট ধরে ঘুরে দেখে আধিকারিকদের কয়েকটি নির্দেশ দিয়ে মেদিনীপুর পুলিশ লাইনের উদ্দেশ্যে রওনা দেন ৷ সেখান থেকে হেলিকপ্টারে করে রাণীগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ৷