অবতক খবর,২০ ডিসেম্বরঃ কেষ্টপুর খালের সমস্যার সমাধানে এগিয়ে এলো রাজ্য সরকার। একদিকে কেষ্টপুর খালের ধারে রয়েছে বেআইনি জবরদখলের সমস্যা অন্যদিকে সরকারি প্রকল্পে নানান সামগ্রী চুরি হওয়ার অভিযোগ রয়েছে পাশাপাশি খালের নাম হচ্ছে সল্টলেক এবং দক্ষিণ দমদমের একটা বিরাট অংশের নিকাশি ব্যবস্থা কেষ্টপুর খালের উপর নির্ভরশীল। এই খালের সমস্যা সমাধানে এগিয়ে এলেন সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। তিনি এদিন কেষ্টপুর খাল পরিদর্শন করলেন।

সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক তথাক মন্ত্রী সুজিত বসু বিধাননগর পৌর নিগমের মহানাগরিক কৃষ্ণা চক্রবর্তী, স্থানীয় কাউন্সিলর। এ জিনিস স্থানীয় মানুষদের সমস্যার কথা শোনেন মন্ত্রী। পাশাপাশি সমস্যার সমাধানের আশ্বাস দেন তিনি।