অবতক খবর,২৫ জুন,সনৎ বর্মন,কোচবিহারঃ জুন -জমা জলে দূর্ভোগে মেখলিগঞ্জ ব্লকের উছলপুকুরি গ্রাম পঞ্চায়েত এলাকার ১৬৫ উছলপুকুরির বেশ কয়েকটি বাড়ি। দিন কয়েক এর বৃষ্টির জেরে জল জমে ভেসে আসছে বিষধর সাপ, কীটপতঙ্গ। তাদের ভয়ে এক প্রকার দুর্বিষহ জীবন অতিবাহিত করেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা মনোরঞ্জন বর্মনের অভিযোগ, কয়েকদিন ধরেই জলমগ্ন হয়ে রয়েছে তাদের এলাকা।
কিন্তু প্রশাসনের কেউ তাদের খোঁজ খবর রাখেন না। এমনকি বাড়িতে থাকা ছেলেমেয়েদের টিউশন পড়তে যাওয়া পর্যন্ত বন্ধ হয়ে রয়েছে। এমন অবস্থায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় বাসিন্দারা। উছলপুকুরি গ্রাম পঞ্চায়েতের প্রধান কালী মন বর্মন জানান, বিষয়টি তিনি জানেন না। খোঁজখবর নিয়ে জানাবেন।