অবতক খবর,৯ অক্টোবর,পূর্ব বর্ধমানঃ বাঙালির বারো মাসে তেরো পার্বণ। বাঙালির কোজাগরী লক্ষী পূজা সারা রাজ্যের সঙ্গে মন্তেশ্বর ব্লকে বিভিন্ন ক্লাব ও বাড়িতে আনন্দ উৎসাহের সঙ্গে এবছর মহা সমারহের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে চলেছে। গত দুই বছর করোনা বিপর্যয় মোকাবেলা করে এই বছর লক্ষীপূজাকে কেন্দ্র করে পূজা কমিটিরা বা বাড়ীর কর্তারা বাজার করতে ব্যস্ত । মন্তেশ্বর ব্লকের মন্তেশ্বর মালডাঙ্গায় রয়েছে ফুল ও ফলের বাজার। আমরা মন্তেশ্বর, মালডাঙ্গা বাজার পরিদর্শন করতে বেড়িয়েছিলাম লক্ষীপূজা উপলক্ষে আজ পূজার দিন ফল ও ফুলের
ভিড় দেখার জন্য। কিন্তু ফলের বাজার দর একটু বেশি থাকলেও, বাজারে দেখা গেল বিভিন্ন পরিস্থিতির কারণে প্রত্যেকটা বাজারে ফল কেনার জন্য সকাল থেকে ভিড় একটু বেশী রয়েছে। ফুলের বাজার দর বেশী,ভিড়ও নেই। কোন কোন ব্যবসাদার জানান খরিদ্দারের থেকে দোকান বেশি হওয়ার জন্য তার একটা কারণ। আবার কিছু ফুলের দোকানদার জানান দাম কিছুটা বেশি হওয়ার জন্য এর কারণ হতে পারে। ফুলের ব্যবসায়ীরা লক্ষী পূজা উপলক্ষে অনেক টাকার ফুল তুলেছেন, দোকানে বিক্রয় না হলে তাদের মাথায় হাত।