অবতক খবর,২৯ জুলাই: কোটি টাকার সাইবার প্রতারনার মামলায় ব্যারাকপুর সাইবার ক্রাইম থানার পুলিশের হাতে ৮ ব্যক্তি গ্রেফতার। ঘটনা নিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি নর্থ গনেশ বিশ্বাস সাংবাদিক সন্মেলন করে বলেন, সামাজিক মাধ্যমে একাধিক গ্রুপ আছে। সেখানে বিভিন্ন গেমিং অ্যাপ রয়েছে।

ম্যানেজমেন্ট করা যুবক ধীমান ভট্টাচার্য একটি গ্রুপে যুক্ত হয়। সেখানে লিজা নামে একজনের একাউন্ট ভাড়া নিয়ে ১.৮ শতাংশ টাকা সে পায়। এরপরেই ধীমান গ্রুপে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বাসিন্দা স্বয়ং মাইতিকে খুঁজে পায়। তাকে ব্যারাকপুরের একটি হোটেলে ডাকে।

সে ১.৫ শতাংশ টাকার বিনিময়ে সেই ব্যক্তির একাউন্ট ভাড়া নিয়ে একদিনে এক কোটি টাকার লেনদেন করে টাকা হাতিয়ে নেয়। এরপর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে বিধাননগরের একটি গেষ্ট হাউস থেকে মাস্টার মাইন্ড ধীমান ভট্টাচার্যকে গ্রেফতার করে।