অবতক খবর, সংবাদদাতা :: বহরমপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি নাড়ুগোপাল মুখার্জির উদ্যোগে সয়দাবাদ হাউসে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। কোভিড-19 কে লক্ষ্য রেখে এই রক্তদান শিবিরের আয়োজন বলে জানা যাচ্ছে।
এছাড়াও ব্লাড ব্যাংক গুলি যাতে রক্তশূন্য না থাকে, সাধারণ মানুষের যাতে কোন অসুবিধা না হয়, সেই দিকটি লক্ষ্য রেখেই আজকের এই রক্তদান শিবির। তৃণমূল কংগ্রেসের প্রায় ১০০ জন স্বেচ্ছায় রক্ত দান করেন। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সাংসদ আবু তাহের খান, মাইনুল হাসান, সহ সভাপতি অশোক দাস, বহরমপুর মহাকুমা সভাপতি ও সংযোজক অরিত মজুমদার সহ তৃণমূল নেতৃত্ব। আগামী দিনেও এইরকম উদ্যোগ দলের তরফ থেকে নেয়া হবে বলে জানালেন টাউন সভাপতি নাড়ু গোপাল মুখার্জী।