সতীনাথ ভট্টাচার্জ ::অবতক খবর – বিশ্বজুড়ে কোভিড-১৯ মারণ রোগে ও সম্প্রতি আমফান ঝড়ের মতোন প্রাকৃতিক দুর্যোগে উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নৈহাটি থানার আই.সি. শুভ্রজিৎ মজুমদার, মেজবাবু প্রকাশ হাজরা, এস.আই. ইন্দ্রজিৎ দাস, সমীর দাস ও প্রনব দেবনাথ সহ সিভিক ভলেন্টিয়াররা প্রত্যেকেই নিজেদের জীবনকে বাজি রেখে সর্বদাই সাধারণ মানুষদের জন্য কাজ করে আসছিলেন।

কিন্তু এই জনসেবা করতে গিয়েই নৈহাটি থানার সাব-ইন্সপেক্টর সমীর দাস ও সিভিক ভলেন্টিয়ার ইন্দ্রজিৎ বিশ্বাস কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে বর্তমানে কলকাতার রাজারহাটের সি.এন.সি. হাসপাতালে শুয়ে থেকে দুঃস্থ মানুষদের সেবা থেকে বঞ্চিত।

যারা প্রত্যেক মুহূর্তে সময়কে উপেক্ষা করে নিজের খাওয়া-দাওয়া ফেলে রেখে প্রতিনিয়ত কোভিড-১৯ এর ডেটা কালেকশন থেকে শুরু করে করোণা আক্রান্তদের হাসপাতালে ভর্তির উদ্যোগ থেকে হোম কোয়ারেন্টাইনের বাড়ির লোক দিয়ে খাবার পরিবেশনের সমস্ত ব্যবস্থা পত্র উক্ত কাজ গুলি সম্পন্ন করে এসেছেন এবং মূল গুরু দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতেন সেই সাব-ইন্সপেক্টর সমীর দাস।

যথারীতি নৈহাটি থানা স্যানিটাইজার প্রক্রিয়ার কাজ সম্পন্ন করে প্রত্যেক পুলিশকর্মীরা মনোযোগ সহকারে মানুষদের জন্য কাজ করতে শুরু করেছেন বলে জানান নৈহাটি থানার ভারপ্রাপ্ত মেজ বাবু প্রকাশ হাজরা।

থানার দুজন করোনা আক্রান্ত হওয়ার খবর পেয়ে বাকি অফিসার ও পুলিশকর্মীরা আতঙ্কিত হয়ে ওঠেন, তবে দ্রুত সকলে টেস্ট করিয়ে সেই আতঙ্ক থেকে মুক্ত হয়েছেন তারা। তারা করোনা যুদ্ধে ফের ব্রতী হয়ে লড়াই চালাচ্ছে সকলে মিলে। তাই তাদের এই ভূমিকার জন্য থানার সকলে প্রিয় হয়ে উঠেছেন নৈহাটী বাসীদের কাছে। তাই সমগ্র নৈহাটির মানুশ এই যোদ্ধাদের অর্থাৎ থানার সাব-ইন্সপেক্টর সমীর দাস সহ সিভিক ভলেন্টিয়ার ইন্দ্রজিৎ বিশ্বাসের দ্রুত আরোগ্য কামনা করছেন।