অবতক খবর , শিব শংকর , বালুরঘাট : – কোভিডের ছায়া এই বছর অষ্টমী পুজোর অঞ্জলিতেও। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের পুজো মণ্ডপগুলির অষ্টমী পূজোর অঞ্জলিতে অনেক পরিবর্তন লক্ষ করা গেল এইবছর ।
এইবছর পুজোয় অঞ্জলি দেওয়ার ভক্তদের সংখ্যা অন্য বছরের তুলনায় অনেক কম ছিল। পাশাপাশি সম্পূর্ণ কোভিড সর্তকতা মেনে অঞ্জলি প্রদান করেছে ভক্তরা ।
প্রত্যেকের মুখেই মাস্ক ছিল অপরিহার্য। পাশাপাশি অষ্টমীর সন্ধিপুজো তে মাকে আহবান এর জন্য যে পটকা ফাটানো হয় , তাও ছিল অনেকটাই কম। প্রত্যেক ভক্ত নিজের বাড়ি থেকে ফুল এনেই মায়ের উদ্দেশ্যে অঞ্জলি দিয়েছে ।
অন্য বছরের মতো মায়ের চরণে ফুল দেওয়ার রীতিও এই বছর দেখা যায়নি। প্রত্যেক মণ্ডপে মণ্ডপে কর্মকর্তারা ফুলের ডালি নিয়ে পৌছে ছিল ভক্তদের সামনে ।
সেই ডালিতেই ভক্তরা তাদের অর্ঘের ফুল অর্পণ করেছে মায়ের উদ্দেশ্যে। ভক্ত থেকে পুরোহিত সকলেরই আশা আগামী বছর এই মহামারীর পরিস্থিতি কেটে গেলে , সকলেই আবার পূর্বের মতো মায়ের উদ্দেশ্যে অঞ্জলি প্রদান করতে পারবে।