অবতক খবর ,নরেশ ভকত, বাঁকুড়াঃ ওন্দা হাসপাতালের কোরোনা রুগী ও স্বাস্থ্যকর্মীদের ব্যবহার করা কোভিড 19 কিট ফেলার প্রতিবাদে বাঁকুড়ার কারকডাঙ্গা এলাকার বাসিন্দারা রাজগ্রাম ব্রিজে বিক্ষোভে ফেটে পড়েন । ঘটনাটি ঘটেছে বাঁকুড়া সদর থানার অন্তর্গত কারক ডাঙ্গা এলাকায়।
এলাকাবাসীর অভিযোগ রাতের অন্ধকারে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই এলাকায় কোরোনা কিট পুঁতে দেওয়া হচ্ছে । এর ফলে এই মারণ রোগের কারকডাঙ্গা এলাকায় ছড়িয়ে পড়ার সমূহ আশঙ্কা প্রকাশ করেন তাঁরা । তাঁদের বক্তব্য যে মঙ্গলবার গভীর রাতে যখন পুলিশকে সাথে নিয়ে এই কিটগুলি এখানে পোঁতার জন্য আনা হয় তখন এলাকাবাসী বাধা দেন । তাঁরা জানান যে সামনেই জনবসতি আছে। একটি পুকুর আছে যা এলাকার মানুষরা ব্যবহার করেন । কিছু দুরেই হ্যালিপ্যাড আছে । এছাড়াও এই এলাকায় তাঁদের সব সময়ই আসা যাওয়া করতে হয় । তাই তাঁদের দাবি কোনোভাবেই তাঁরা এখানে কোরোনা কিট পুঁততে দেবেন না । এর জন্য তাঁরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতেও রাজি । এই দীর্ঘক্ষণ রাস্তা অবরোধের ফলে যানজট হয়ে পড়ে গোটা এলাকা। ঘটনাস্থলে এসে পৌঁছয় বাঁকুড়া সদর থানার পুলিশ। তবে প্রশাসন যতক্ষণ না তাদের এই ব্যাপারে হস্তক্ষেপ করছে ততক্ষণ তারা পথ অবরোধ চালিয়ে যাবে বলে জানান কারক ডাঙ্গা এলাকাবাসী।
এই বিষয়ে এক স্থানীয় বাসিন্দা বলেন যে যখন মঙ্গলবার রাতে তাঁরা এই কিট পোঁতার বিরোধিতা করেন তখন পুলিশের পক্ষ থেকে তাঁদিগে জোর করে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় ও সরকারী কাজে বাধা সৃষ্টি না করার শাসানি দেওয়া হয় ।
এলাকার বাসিন্দা এক মহিলা বলেন যে তাঁরা কোনোমতেই এখানে এই কিট পুঁততে দেবেন না । তাঁর সাফ কথা এখানে এই কিট পুঁতলে সমগ্র এলাকা সংক্রমিত হয়ে পড়বে । তাঁর প্রশ্ন তাঁদের কি এখানে থাকার অধিকার নেই? আরও এক বাসিন্দার দাবি এখানে এই কিট না পুঁতে অন্য কোনো স্থানে এই কিটগুলি পোঁতা হোক তবেই তাঁরা এই আন্দোলন থেকে বিরত হবেন । মঙ্গলবার ক্ষিপ্ত জনতা কিট পোঁতার কাজে ব্যবহৃত দুটি জে সি বি আটক করেন । তাঁরা জানান যতক্ষণ প্রশাসনের পক্ষ থেকে কিট এখানে না পোঁতার আশ্বাস দেওয়া হচ্ছে তাঁরা এই মেশিনগুলি ছাড়বেন না।