অবতক খবর :: শিলিগুড়ি :: আজ শিলিগুড়ির একচল্লিশ নং ওয়ার্ডে দুস্থদের খাওয়ানো হল। কোয়ার্ডিনেটার রবি রায়ের নিজস্ব উদ্যেগে খাওয়ানো হল ডাল,ভাত এবং ডিমের ঝোল।
কোয়ার্ডিনেটার জানালেন এই লকডাউনের মধ্যে আমি যথাসাধ্য চেষ্টা করছি দুস্থদের পাশে দাড়ানোর। কখনো সবজী,আটা,তেল দিয়েছি আবার কখনো খাইয়ে দিয়েছি। আগামীদিনে চেষ্টা করবো আবার মানুষের পাশে দাড়াতে।
এদিন মোট তিনশো জন মানুষ এসে ডিম ভাত খেয়ে যান। উপস্থিত ছিলেন কোয়ার্ডিনেটার রবি রায় এবং অন্যান্য তৃনমুল নেতৃত্ব।