অবতক খবর, উত্তর দিনাজপুরঃ বুধবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার পাঞ্জিপাড়া এলাকার কয়েকটি বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীরা CAA’ র বিরোধিতা করে মানব বন্ধন করার পাশাপাশি এলাকায় মিছিল করে। ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচি করেছে বলে স্কুলের পক্ষ থেকে দাবি করা হলেও বিজেপির পক্ষ থেকে এই ঘটনার জন্য সরাসরি তৃণমূল কংগ্রেসকেই দায়ী করা হয়েছে।
বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী জানিয়েছেন, ‘ CAA’ র বিরোধিতা করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একের পর এক কর্মসূচি করলেও তারা জেলায় জনসমর্থন পাচ্ছে না। আর তাই বাধ্য হয়েই স্কুলের বাচ্চাদের তারা এই নোংরা রাজনীতিতে সামিল করেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করার পাশাপাশি জেলা প্রশাসনের কাছে এর তদন্তের দাবি করছি।’
এখানেই থেমে না থেকে বিজেপির জেলা সভাপতি আরোও জানিয়েছেন, ‘মা মাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জী যতপ্রকার ঘৃণ্য এবং নোংরামির শেষ দৃশ্য দেখলাম পাঞ্জিপাড়াতে। ছোট ছোট বাচ্চাদের নিয়ে যেভাবে ওনারা জঘন্য রাজনীতি করা হচ্ছে ,এতা খুবই নিন্দনীয় । এনআরসি এবং সিএএ নিয়ে তৃণমূল যেভাবে প্রচার শুরু করেছিল তাতে এখন জনগণ বুঝতে পেরেছে সিএ এ মানে নাগরিকত্ব কেড়ে নেওয়া নয় ,নাগরিকত্ব দেওয়া। আর সিএএ লাঘু হয়নি । তৃণমূল মিথ্যে অপপ্রচার চালাচ্ছে ।’
এই প্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতা মাজার আলম জানিয়েছেন,’ এটা কোন দলগত বিষয় নয় ।বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাই নিজে থেকে প্রতিবাদে শামিল হয়েছিল।’ স্থানীয় তৃণমূল নেতৃত্ব নাবালক এবং নাবালিকা পড়ুয়াদের নিয়ে NRC এবং CAA বিরোধী মানব বন্ধন মিছিল ঘিরে যতই সাফাই দিক না কেন, ইতিমধ্যেই এই ইস্যু ঘিরে রাজ্য জুড়ে নিন্দার ঝড় বইতে শুরু করে দিয়েছে ।