অবতক খবর,২৯ আগস্টঃ আবারও বড়সড় সাফল্য বীরভূম জেলার দুবরাজপুর থানার পুলিশের। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে রাণীগঞ্জ মোড়গ্ৰাম ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর দরবেশ মোড়ের কাছে চারটি কয়লা বোঝাই লরি আটক করে দুবরাজপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, অবৈধভাবে পাচার করা হচ্ছিল এই কয়লা। ট্রাকের ড্রাইভার ও খালাসি পলাতক।
জানা যায়, চারটি লরিতে ১০০ মেট্রিক টন কয়লা ছিল। যার আনুমানিক বাজার মূল্য ২০ লক্ষ টাকা। উল্লেখ্য, দুবরাজপুর থানার পুলিশের তৎপরতায় আগেও একাধিক কয়লা বোঝাই লরি আটক করা হয়েছে। যেমন পিক আপ ভ্যানে করে ওপরে কাঠ নীচে কয়লা, ওপরে জলের বোতল এবং নীচে কয়লা সহ একাধিক গাড়ি আটক করে দুবরাজপুর থানার পুলিশ। এক কথায় কয়লা পাচারকারীদের সমস্ত কৌশল বানচাল করে দিচ্ছে বীরভূম জেলা পুলিশ।