অবতক খবর,২৪ আগস্ট: পুরনো বিবাদের জেরে ধারালো অস্ত্র দিয়ে খুন খরগাম থানার বরার গ্রামে।
মৃতদেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অন্তর্গত বরার গ্রামে পুরোনো বিবাদের জেরে এক ব্যক্তিকে খুন করা হল।
মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে খড়গ্রাম থানার অন্তর্গত বরার গ্রামে। জমির মাঠে কলাই চাষ করার সময় দুঘু হরন ঘোষ (৩৮) নামে এক ব্যক্তিকে পিটিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করে বলে অভিযোগ।
অভিযোগ, প্রতিবেশী বঙ্কিম ঘোষ, শঙ্খ ঘোষ, বিবেক ঘোষ ও রক্ষাকার ঘোষ মারধর করে খুন করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়গ্রাম থানার পুলিশ। পুলিশ জমির মাঠ থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে মর্গে পাঠিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।