অবতক খবর,১৭ জুন: খড়্গপুর আইআইটিতে আবারও এক ছাত্রীর অস্বাভাবিক রহস্যমৃত্যুকে ,ঘিরে ছড়াল চাঞ্চল্য । তবে কি কারণে এমন রহস্য মৃত্যু,সত্যি কি ওই পড়ুয়া আত্মঘাতী ?,না কি আছে কোনও অন্য রহস্য ?

গত বছর অক্টোবর খড়্গপুর আইআইটিতে তেলঙ্গানার এক পড়ুয়ার রহস্যমৃত্যু হয়েছিল। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিলেন তিনি। হস্টেল থেকে নিথর দেহ উদ্ধার করা হয়েছিল। ২১ বছরের পড়ুয়ার নাম কে কিরণ চন্দ্র। ২০২২-এর অক্টোবরে খড়্গপুর আইআইটিতেই অসমের বাসিন্দা ফাইজ়ান আহমেদ নামে এক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হয়েছিল।ফের সময় ঘুরতে না ঘুরতেই আবারও এক ছাত্রীর রহস্য মৃত্যু, সোমবার একটি হলের মধ্যে ভিন্‌রাজ্যের ওই পড়ুয়ার ঝুলন্ত দেহ দেখতে পান পড়ুয়ারা।খবর দেওয়া হয় খড়্গপুর টাউন থানার পুলিশকে ।

পুলিশ সূত্রের খবর ,ছাত্রীর নাম দেবিকা পিল্লাই। বয়স ২১ বছর। কেরলের ছেপ্পাড়ের বাসিন্দা। আইআইটিতে বায়োটেকনোলজি বিভাগে পড়াশোনা করতেন তিনি। স্নাতক স্তরে তৃতীয় বর্ষের ছাত্রী। সোমবার সকালে পড়ুয়ারা শিক্ষাপ্রতিষ্ঠানের একটি হলে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান। হলের ছাদ থেকে গলায় ফাঁস দিয়ে ঝুলে ছিল দেহটি।

এর পরেই থানায় খবর দেওয়া হয়। পুলিশ এবং আইআইটি কর্তৃপক্ষের তরফে ছাত্রীর পরিবারকে খবর পাঠানো হয়েছে।যদিও বা এই বিষয়ে আইআইটি কর্তৃপক্ষ এখনও এই নিয়ে মুখ খোলেননি বলে খবর।