আজ বিশ্ব খরা দিবস

খরা
তমাল সাহা

মাটি মাঠ ফুটিফাটা হলেই কি তাকে বলে খরা?
বৃষ্টি নেই, আকাশের দিকে চেয়ে আছে বীজতলা
হা জল! হা জল! তার কাতর ধ্বনি
কিভাবে গর্ভবতী, হবে সে শস্যবতী?

আমিও বুকের চত্বরে এক মাঠ খরা নিয়ে বসে আছি
অদৃশ্য ফাটলে লুকিয়ে আছে নীরব আর্তনাদ
হৃদয় শুকিয়ে যায় বুঝি!
তবে খরা অনুভব করি কেন ?
ভালোবাসার স্নিগ্ধজল নিঃশেষ হতে পারে পৃথিবীতে?
যাদের বুকে নদীস্রোত থাকার কথা ছিল
তারাও কি মরাসোঁতা হয়ে গেল তবে!

যারা এতোদিন ভালোবাসতো বলে মনে হতো
ইচ্ছেমতো আসতো বন্ধুতার বৈভব নিয়ে
তারা আসে না আর!
শূন্য হতে থাকে মরাই ভর্তি ধান, আমার ক্ষেত খামার!

বৃষ্টিবিহীন দিন তো সাময়িক।
মৃত্তিকাকে ধারাস্নানে বাধা দিতে পারে কি কেউ ?
ভালোবাসায় যদি নেমে আসে খরা
কী করে গুণবো তবে তোমার জৈবিক ঢেউ!
যদি ভালোবাসার জলে স্পর্শ না করি তোমায়, আমি তো মৃত জড়া
জীবন এক সুমহান শৈলী,যেতে পারে কতদূর…
তুমি ছাড়া নেমে আসে খরা!